আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা পরীক্ষিত এবং ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাওয়ার যে হিড়িক, তার তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুবই কম। দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের সময়ের পরীক্ষিত কর্মী, তাদের আমরা অগ্রাধিকার দেব।
ওবায়দুল কাদের বলেন, সংরক্ষিত মহিলা আসনে ৪৮ জন, দলীয় ৩৮ জন এবং স্বতন্ত্র ১০ জনকে মনোনয়ন দেওয়া হবে।
বিএনপির কালো পতাকা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের কর্মসূচিতে জনগণের সমর্থন নেই। অনুমতি ছাড়া বিএনপি রাজপথে কালো পতাকার নামে ফ্রি স্টাইল চলবে আর আমরা নির্বিকার বসে থাকব এমনটা ভাবার অবকাশ নেই।
বর্তমান সংসদের ভারসাম্য রক্ষা হয়নি বলে জিএম কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, মঙ্গলবার ফ্লোর নিয়ে অধিবেশনে স্পিকারকে ধন্যবাদ জানিয়ে জিএম কাদের কী বলেছেন তা তিনি বলতে পারবেন না। মূল কথা হল ধন্যবাদ জানানো। এত লম্বা বক্তৃতার জন্য তাকে ডাকা হয়নি। তিনি নিয়ম ভঙ্গ করে এটি করেছেন। কথা বলার আরও সুযোগ আছে। পরে বড় বড় ভাষণ দিতে পারতেন।