Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা, বিবেচনা করা হলো যাদের

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা, বিবেচনা করা হলো যাদের

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই করলো ক্ষমতাসীন দল আ.লীগ। যাচাই বাছাইয়ের পর ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। বুধবার বিকেলে গণভবনে প্রার্থী তালিকা ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি জানান, এবার মোট এক হাজার ৫৫৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে মনোনয়ন পেয়েছেন ৪৮ জন।

যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন-
১. রেজিয়া ইসলাম -পঞ্চগড়
২. দ্রৌপদী বেবি আগরওয়াল -ঠাকুরগাঁও
৩. আশিকা সুলতানা -নীলফামারী
৪.রোকেয়া সুলতানা -জয়পুরহাট
৫. কোহেলী কুদ্দুস -নাটোর
৬. জারা জাবীন মাহবুব -চাঁপাইনবাবগঞ্জ
৭. রুনু রেজা -খুলনা
৮. ফরিদা আক্তার বানু -বাগেরহাট
৯. মোসা. ফারজানা সুমি -বরগুনা
১০. খালেদা বাহার -ভোলা
১১. নাজনীন নাহার রশীদ -পটুয়াখালী
১২. ফরিদা ইয়াসমিন –নরসিংদী
১৩. উম্মি ফারজানা ছাত্তার -ময়মনসিংহ
১৪. নাদিয়া বিনতে আমিন -নেত্রকোনা
১৫. মাহফুজা সুলতানা -জয়পুরহাট
১৬. পারভীন জামান -ঝিনাইদহ
১৭. আরোমা দত্ত -কুমিল্লা
১৮. লায়লা পারভীন -সাতক্ষীরা
১৯. মন্নুজান সুফিয়ান -খুলনা
২০. বেদৌরা আহমেদ সালাম -গোপালগঞ্জ
২১. শবনম জাহান -ঢাকা
২২. পারুল আক্তার -ঢাকা
২৩. সাবেরা বেগম– ঢাকা
২৪. শাম্মী আহমেদ -বরিশাল
২৫. নাহিদ ইজাহার খান -ঢাকা
২৬. ঝর্না হাসান –ফরিদপুর
২৭. ফজিলাতুন নেসা -মুন্সীগঞ্জ
২৮. সাহিদা তারেখ –ঢাকা
২৯. অনিমা মুক্তি গোমেজ -ঢাকা
৩০. শেখ আনার কলি -ঢাকা
৩১. মাসুদা সিদ্দিক রোজী -নরসিংদী
৩২. তারানা হালিম –টাঙ্গাইল
৩৩. বেগম শামসুন নাহার –টাঙ্গাইল
৩৪. মেহের আফরোজ -গাজীপুর
৩৫. অপরাজিতা হক –টাঙ্গাইল
৩৬. হাছিনা বারী চৌধুরী -ঢাকা
৩৭. নাজমা আকতার –গোপালগঞ্জ
৩৮. রুমা চক্রবর্তী –সিলেট
৩৯. ফরিদুন্নাহার লাইলী -লক্ষ্মীপুর
৪০. আশ্রাফুন নেছা –লক্ষ্মীপুর
৪১. কানন আরা বেগম -নোয়াখালী
৪২. শামীমা হারুন –চট্টগ্রাম
৪৩. ফরিদা খানম -নোয়াখালী
৪৪. দিলোয়ারা ইউসুফ -চট্টগ্রাম
৪৫. ওয়াসিকা আয়েশা খান -চট্টগ্রাম
৪৬. জ্বরতী তঞ্চঙ্গ্যা –রাঙামাটি
৪৭. সানজিদা খানম -ঢাকা
৪৮. মোছা. নাসিমা জামান -রংপুর

এদিকে তারকা জগতের অনেক প্রার্থী বাদ পড়েছেন। যাতে করে ধারনা করা হচ্ছে, যোগ্য এবং ত্যাগী প্রার্থীদের বাছাইয়ে রেখেছেন আ.লীগ।

About bisso Jit

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *