সরকারি কার্যালয়ে সাধারণত কর্মদিবসের প্রতিটি দিনেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে। দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে এমন ধরনের নিয়ম পালন করা হয়। কিন্তু, এবার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা মোঃ আমিনুল ইসলাম সরকারি অফিসে পতাকা উত্তোলনের বিষয়ে বললেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘সরকারি কার্যালয় হলেই প্রতিটি দিনে জাতীয় পতাকা উঠাতে হবে এর কোনো মানে নেই। দেশের সংবিধান বা কোন ধরনের রাষ্ট্রীয় নিয়ম এক্ষেত্রে নেই।’
তিনি তার সরকারি কার্যালয়ে পতাকা উত্তোলন করেননি, তার কারণ দেখাতে গিয়ে এমন ধরনের কথা বলেন। তিনি এটাকে সংবিধান বহির্ভূত একটি বিষয় হিসেবে বোঝানোর চেষ্টা করেন। এ ঘটনায় তার এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন সেখানকার স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বিজয়ের মাসেও জাতীয় পতাকা উত্তোলন করা হয় না—এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার কার্যালয়ে গেলে এর সত্যতা মেলে। কার্যালয়ে কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয় না জানতে চাইলে তখন তিনি একথা বলেন।
রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘এটা সরকারি কার্যালয় হলেও এখানে শুধু বিশেষ দিনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম। প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করতে হবে সাংবিধানিক এমন কোনো নিয়ম নেই। সংবিধানে বলা আছে শুধু বিশেষ দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।’
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। উনি কেন একথা বলেছেন এবং কেন পতাকা তোলেন না সেটা জানি না। তবে নিঃসন্দেহে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।’
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল বলেন, ‘উপজেলা পরিষদের ভেতরে তার কার্যালয় হলে উপজেলা প্রশাসনের উত্তোলন করা জাতীয় পতাকাতেই চলতো। তবে উপজেলা পরিষদের বাইরের প্রতিটি সরকারি কার্যালয়ে নিজ নিজ দায়িত্বে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। তিনি বিষয়টি জানেন না হয়তো। তবে আমি তাকে এখনই বিষয়টি জানাচ্ছি ও পতাকা উত্তোলন করার নির্দেশ দিচ্ছি।’
এ ঘটনার জন্য সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রাপ্ত ডা. গৌরাঙ্গ কুমার তালুকদারের সাথে কথা বলতে চাওয়া হলে তিনি এধরণের কোন ঘটনা ঘটেছে কিনা বিষয়টি নিশ্চিত হতে কিছুটা সময় চেয়ে নেন। এরপর তিনি পতাকা উত্তোলন করতে হবে এমন কোন নিয়ম সংবিধানে নেই এমন দাবী করা কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। কথা বলার পর তিনি বলেন, ‘বিষয়টি তিনি ঘটিয়েছেন এবং এমন মন্তব্য করেছেন এ ব্যাপারে নিশ্চিত হতে পেরেছি। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেননি এই বিষয়টি অকপটে স্বীকার করেছেন। তিনি যাতে পরবর্তীতে এ ধরনের ভুল আর না করেন সে বিষয়ে তাকে আমি সতর্ক করে দিয়েছি।’