সম্প্রতি নারায়ণগঞ্জের নির্বাচনকে কেন্দ্র করে চলছে আলোচনা-সমালোচনা। যেখানেই আম্লীগের বড় প্রার্থী সংসদ সদস্য শামীম ওসমান রয়েছেন আবার সেখানেই আইভি রহমান মেয়র পদে রয়েছেন তুমুল জনপ্রিয়তায়। কিন্তু একই দলের দু’জন কর্মী হলরও একসাথে কাজ করতে তাদেরকে কখনোই দেখা যায়নি। যা নিয়ে গণমাধ্যমে চলছিল তুমুল আলোচনা-সমালোচনা। তবে সব সমালোচনার জবাব খোদ সংসদ সদস্য শামীম ওসমান নিজের মুখেই দিলেন।
সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। এখানে অন্য কোনো খেলা খেলার চেষ্টা করবেন না। কে প্রার্থী, হু কেয়ারস? প্রার্থী আম গাছ হোক, আর কলাগাছ হোক। সবসময় নৌকার প্রতি সাপোর্ট।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এসে সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, এখানে অন্য কোনো খেলা খেলার চেষ্টা করবেন না।’
সোমবার দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
সেখানে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। এখানে অন্য কোনো খেলা খেলার চেষ্টা করবেন না। কে প্রার্থী, হু কেয়ারস? প্রার্থী আম গাছ হোক, আর কলাগাছ হোক। সবসময় নৌকার প্রতি সাপোর্ট।’
স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের উদ্দেশে শামীম বলেন, ‘আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের ওই ক্ষমতা আছে যে নৌকাকে ডুবায়ে দেবে। হাতি সাইজে বড় হতে পারে; আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দেব, কিন্তু নৌকার ওপর উঠতে দেবো না।’
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, ‘আমার পিতা মৃত্যুর ১৫ মিনিট আগে আমাদের পরিবারকে, আমাদের তিন ভাইয়ের হাত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিলেন আওয়ামী লীগের জন্য জীবন দিতে।
‘গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে সত্যি, কিন্তু নারায়ণগঞ্জের মানুষ আওয়ামী লীগের জন্য সব রকম ত্যাগ-তিতিক্ষা করবে। নির্বাচন তো একটা ছোট্ট বিষয়। আওয়ামী লীগ পরিবারের মধ্যে মান-অভিমান থাকবে। সবকিছু ছেড়ে আসেন।’
কিছুটা মনের দ্বন্দ্ব আইভীর সাথে থাকলেও দলের হয়ে যে শামীম ওসমান সর্বদাই প্রস্তুত থাকেন সেটা আর বলার উপেক্ষা রাখে না। আইভীকে সরাসরি সাপোর্ট না দিলেও দলীয় প্রার্থী হিসেবে যে তার পুরোপুরি সমর্থন রয়েছে তাতে আর কোনো সন্দেহ নেই। হয়তো তার শত্রুও যদি আওয়ামী লীগ থেকে দাড়ায় তাতেও তার কিছু যায় আসে না। নৌকার জয়গানে সর্বদাই শামীম ওসমান নিয়োজিত।