গত সোমবার (১৯ সেপ্টেম্বর) ফাইনালে নেপালের বিপরীতে মাঠে নেমে বিরল এক ইতিহাস সৃষ্টি করে দেশে ফেরেন বাংলাদেশ নারী ফুটবল টিম। টানটান উত্তেজনা ম্যাচে ৩-১ গোলে নেপালকে হারিয়ে বিশ্বদরবারে বাংলাদেশকে মান আরো উজ্জ্বল করেছেন তারা। তাদের এই জয়ে যেন আনন্দের বন্যা বইছে সারা-দেশজুড়ে। এদিকে বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফেরেন তারা।
তাদের স্বাগত জানাতে দুপুর থেকেই মুখরিত ছিল বিমানবন্দর। মহিলা ফুটবল দলকে বিমানবন্দর থেকে মতিঝিলের বাউফে ভবনে একটি ছাদ খোলা বাসে রাজকীয় স্বাগত জানানো হয়। কিন্তু বাফুফে ভবনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র।
হিমালয় জয় করে আনা শিরোপা যে ভবনে থাকবে, সে ভবনে ছিল না কোনো আলোকসজ্জা। ব্ড্ড বেরঙিন ভবনে আয়োজন করা হয় এক বিশাল সংবাদ সম্মেলন। কিন্তু সেই সংবাদ সম্মেলনে বসার জায়গা ছিল না চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন ও চ্যাম্পিয়ন দলের কোচ গোলাম রব্বানী ছোটনের।
কেউ কেউ আবার বলছেন, যাদের দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনেও কোনো সফলতার রেকর্ড নেই, তারা আজ কেন বসে আছেন? সেই চেয়ারে থাকবেন শুধু ইতিহাস নির্মাতারা।
কেউ আবার বলছেন, বিরল সংবাদ সম্মেলন, যেখানে বিজয়ী অধিনায়ক ও কোচের বসার চেয়ার ছিল না।
তবে এ বিষয়ে অস্পষ্ট উত্তর দিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। ছোট জায়গায় সংবাদ সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় জায়গায় সংবাদ সম্মেলন করে সংবর্ধনা দেব। এখন তাদের স্বাগত জানানোর পালা।
অন্ধকরাচ্ছন্ন বাফুফে ভবন নিয়ে তার উত্তর, ‘আমাদের আনন্দের দিন,” এই আনন্দে আলো আছে। তারা যে চ্যাম্পিয়ন হয়েছে সেটাই আলোর মুখ।
যারা আজ বাংলাদেশকে এতো উঁচু স্থানে তুলে ধরেছে, তাদেরকে সঙ্গে এমন অপ্রত্যাশিত ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকেই।