সম্প্রতি দ্বাদশ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ শুরুর ঘোষনা দেয় যুক্তরাষ্ট্র। যাকে কেন্দ্র ব্যাপক আলোচনা সৃষ্টি হয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে।যদিও এর প্রভাব দেশের পড়বে না বলে জানান প্রধানমন্ত্রী।কিন্তু বাস্তব প্রেক্ষাপট ভিন্ন বার্তা দিচ্ছে।অথচ বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ ব্যক্তিরা ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। এর মধ্যে সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞার কথা প্রকাশ্যে আসলে নতুন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
সংবাদপত্রের স্বাধীনতার যারা শত্রু তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনেরও শত্রু। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেটা দেশের জন্য ভালো, দেশের গণতন্ত্রের জন্য ভালো এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য ভালো।
প্রসঙ্গত, স্বাধীন গণমাধ্যমে প্রতিটি দেশের এগিয়ে যাওয়া ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে।অথচ বর্তমানে দেশে যে ভাবে গণমাধ্যম গুলোকে চাপের মুখে রাখা হয়েছে তা কখনো কারর প্রত্যাশিত না।