ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, ফেনী জেলা শাখার আওতাধীন সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ইউনিটের নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ প্রসঙ্গে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, কেন্দ্রীয় নির্দেশে সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।
এর আগে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে সোনাগাজী সরকারি কলেজের ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাকিয়া রোড সংলগ্ন এলাকায় সংঘটিত এ সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিপেটা করেন।