Wednesday , January 8 2025
Breaking News
Home / Countrywide / শ্রেণিতে শিক্ষার্থীদের সামনে নাচলেন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষিকা (ভিডিও)

শ্রেণিতে শিক্ষার্থীদের সামনে নাচলেন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষিকা (ভিডিও)

ক্লাসরুমে শিক্ষিকাদের নাচ করা নতুন কোন ঘটনা নয়। আর এই ধরনের নাচের কারনে কয়েকজন শিক্ষিকাও বহিস্কৃত হয়েছেন। তবে অনেক শিক্ষিকার দাবি, শিক্ষার্থীদের সাথে নাচ বা অন্য কোন বিষয়ে সহচর্য তাদের সাথে সহজ হওয়ার একটি অন্যতম উপায়। যেটা শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে সহায়ক হয়।

ফের একটি প্রাণবন্ত নাচের ভিডিও ভাই/রা”ল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামার ক্যাম্পের শেষ দিনে, ভারতের দিল্লিতে একজন স্কুল শিক্ষিকা, শ্রেণীকক্ষের ভিতরে ছাত্রীদের সাথে নাচছেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর ওই ভিডিও নিয়ে একের পর এক মন্তব্য আসতে থাকে।

ভিডিওতে দেখা যায়, শিক্ষককে ক্লাসরুমের ভেতরে ছাত্রদের সঙ্গে ‘কিসমত’ সিনেমার ‘কাজরা মোহাব্বত ওয়ালা’ গানের সঙ্গে।

সেই নাচের ভিডিও টু/’ইটা”রে শেয়ার করেছেন শিক্ষক মানু গুলেতি নিজেই। তার টুইটার প্রোফাইল অনুসারে, তিনি দিল্লি রাজ্য সরকারের একটি সরকারি স্কুলের শিক্ষিকা। তিনি একজন ফেলো ও পিএইচডি ডিগ্রিধারী।

তিনি টু”ইটারে আরও লিখেছেন, ‘দিল্লি শেহর কা সারা মীনা বাজার লেকে। সামার ক্যাম্পের শেষ দিনে আমাদের অপূর্ণ নৃত্য চলে…আনন্দ এবং একত্রিত হওয়ার কিছু নিখুঁত মুহুর্ত।’

তবে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই শিক্ষিকার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে যেহেতু এটি মেয়ে শিক্ষার্থীদের সাথে নাচের একটি ঘটনা, সেহেতু এ বিষয়ে তেমন কোনো ব্যবস্থা নাও নিতে পারে কর্তৃপক্ষ, এমনটি ধারণা করা হচ্ছে।
খবর এনডিটিভির।

About bisso Jit

Check Also

খালেদা জিয়ার লন্ডন সফর সঙ্গী ফাতেমা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে তার দীর্ঘদিনের সঙ্গী গৃহপরিচারিকা ফাতেমা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *