Monday , December 30 2024
Breaking News
Home / Countrywide / বিচ্ছেদ বলে কথা, স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি দেখে সানিয়ার রহস্যময় পোস্ট

বিচ্ছেদ বলে কথা, স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি দেখে সানিয়ার রহস্যময় পোস্ট

পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা তার প্রাক্তন স্বামীর বিয়ের খবর নিয়ে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন।

এর আগে শনিবার (২০ জানুয়ারি) ফেসবুকে এক পোস্টে বিয়ের ঘোষণা দেন শোয়েব। তিনি তার স্ট্যাটাসে তার নতুন স্ত্রী সানার সাথে ২টি ছবি শেয়ার করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ’।

বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পরই এই বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সানিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সানিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘বিয়ে বেদনাদায়ক, ডিভোর্সও বেদনাদায়ক।’

তার ইনস্টাগ্রাম স্টোরিতে সানিয়া আরও লিখেছেন-

জীবন কখনও সহজ নয়। সবক্ষেত্রেই চ্যালেঞ্জ। তাই চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়ার উপায় নেই। বুদ্ধির সঙ্গে এসব চ্যালেঞ্জ নিতে হবে। এবারই প্রথম নয়। রহস্যময় পোস্ট ইদানিং নিয়মিতই দেয়া শুরু করেছিলেন সানিয়া। সানিয়ার ইনস্টাগ্রাম স্ক্রল করে দেখা যায়, ৮ জানুয়ারি সানিয়া লিখেছিলেন, হৃদয়ের শান্তি যে নষ্ট করে, তাকে যেতে দাও।

এর আগে ইনস্টাগ্রামে পোস্ট করা শোয়েব আর সানিয়ার অসংখ্য ছবি ডিলেট করতে দেখা গেছে এ টেনিস তারকাকে। সানিয়ার এসব কাজে স্পষ্ট হয়ে উঠেছে, নিজের জীবনে আর শোয়েবকে দেখতে চান না তিনি।

এদিকে আয়েশা সিদ্দিকীর সঙ্গে বিচ্ছেদের পর শোয়েব ২০১২ সালে সানিয়াকে বিয়ে করেন। বিয়ের ১০ বছর পর ২০২২ সালে বিচ্ছেদে ছিলেন এই তারকা দম্পতির। এরপর সব গুজবকে সত্য প্রমাণ করে অভিনেত্রী সানার সঙ্গে বিয়ের ঘোষণা দেন শোয়েব মালিক।

About bisso Jit

Check Also

কোন সাহসে হাসিনার গ্রাফিতি মোছে, প্রশ্ন উমামা ফাতেমার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে মেট্রোরেলের পিলারে আঁকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক গ্রাফিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *