জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আজ ১৫ আগস্ট এ সরকারের আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুলের একটি পুরনো স্ট্যাটাস ভাইরাল হয়েছে। যেখানে তাকে শোক প্রকাশের স্বাধীনতা চাইতে দেখা গেছে।
গত বছরের ২২ আগস্ট। আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘শোক প্রকাশের স্বাধীনতা চাই! কার মৃত্যুতে কে দুঃখিত হবে, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কার দুঃখে কে দুঃখ পাবে বা কার জন্য কে দোয়া করবে, এটাও একান্ত ব্যক্তিগত বিষয়।’
ওই স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘এতে কোনো রাষ্ট্রীয়, রাজনৈতিক বা ব্যক্তিগত হস্তক্ষেপ করা যাবে না। শোক প্রকাশের স্বাধীনতা থাকতে হবে।
আজ ১৫ আগস্ট আসিফ নজরুলের শাশুড়ি, অভিনেত্রী মেহের আফরোজ শাওন আসিফ নজরুলের পুরনো স্ট্যাটাস শেয়ার করে নতুন করে আলোচনায় আসে।