ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির ক্যারিয়ারের প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর পরিচালক শাহ আলম মণ্ডল আর নেই। দীর্ঘ অসুস্থতার পর শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নায়ক কায়েস আরজু।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহ আলম মণ্ডল। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার (২২ নভেম্বর) গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় তাকে।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, তার লিভারের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শরীরের রক্তক্ষরণ থামানো যাচ্ছিল না, যার ফলে গত দুই দিনে তাকে ১৩ ব্যাগ রক্ত দেওয়া হয়। তবে চিকিৎসার সব প্রচেষ্টা ব্যর্থ হয়। এর আগে, চলতি বছরের জুলাই মাসেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
শাহ আলম মণ্ডল ২০১১ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তার প্রথম কাজ ছিল সত্যের জয় ছবিতে। এরপর বদিউল আলম ও এফআই মানিকের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
তার পরিচালিত প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর মাধ্যমে নায়িকা পরীমণি চলচ্চিত্রে পা রাখেন। এর বাইরে তিনি পরিচালনা করেছেন আপন মানুষ, ডনগিরি, এবং সাম্প্রতিক ছবি লকডাউন লাভ স্টোরি (২০২২)।
পরীমণির ক্যারিয়ারের সূচনায় বিশেষ ভূমিকা রাখা এই পরিচালকের মৃত্যুতে শোকাহত সিনেমাপ্রেমীরা। শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরেক আপনজনের অকাল প্রয়াণ পরীমণির জন্য এক দুঃসহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।