সিলেট সিটি করপোরেশনের (এসএসআইসি) বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে। এরপর নগর পিতার আসনে বসবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
দুই মেয়াদের শেষ সময়ে এসে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার আম্বরখানার বহুতল গোল্ডেন টাওয়ারের মালিকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। অবশেষে ভবন মালিকের বাধার মুখে উচ্ছেদ ছাড়াই ফিরে যেতে হয় তাকে। ভবনের মালিকের দাবি, অন্য ভবনের কিছু অংশ না সরিয়ে সিসিক বিনা নোটিশে শুধু গোল্ডেন টাওয়ার সরাতে এসেছে। আর সিএসআইসি কর্তৃপক্ষ বলছে, অবৈধভাবে দখল করা সরকারি জমি সরাতে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই।
এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, গোল্ডেন টাওয়ার কর্তৃপক্ষ এতদিন অবৈধভাবে সরকারি জমি দখল করে আসছে। সরকারি জায়গা নিতে কোনো নোটিশের প্রয়োজন নেই। বাধার মুখে গ্যাস ও পানির লাইন সরিয়ে নিতে তাদের সময় দেওয়া হয়েছে। এবং আমরা আমাদের প্রকৌশলীদের বিষয়টি দেখার জন্য দিয়েছি।
গোল্ডেন টাওয়ারের চেয়ারম্যান নুরুল ইসলাম খান বলেন, সিসিকের উন্নয়নের স্বার্থে আমরা জায়গা ছাড়তে রাজি আছি। কিন্তু কোনো নোটিশ না দিয়েই ভবনের সামনের অংশ সরিয়ে নিতে আসেন মেয়র। এটি ভেঙ্গে গেলে পুরো ভবনই ঝুঁকির মুখে পড়বে। গ্যাস ও পানির লাইন অপসারণ ছাড়া ভবন ভাঙা সম্ভব নয়। আর এমনটা হলে বিপাকে পড়বেন ভবনের বাসিন্দারা।
তিনি অভিযোগ করেন, আশেপাশের ভবন না ভেঙে শুধুমাত্র এই ভবনটিকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করা হয়েছে।