রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি-জামায়াতের হরতালের মধ্যে মিছিল শেষে বাসে আগুন দেওয়ার পর স্থানীয়দের ধাওয়ায় ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়। তার নাম আব্দুর রশিদ (৩৮)। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আজিজুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
পুলিশ জানায়, রশিদের পকেটে পাওয়া আইডি কার্ড থেকে তার নাম ঠিকানা পাওয়া যায়। তার বাড়ি নাটোর। পুলিশ কর্মকর্তা আজিজুল হক জানান, আসাদ এভিনিউর মোহাম্মদপুর টাউন হল বাজারের কাছে রশিদ ‘পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়।
আগুন লাগানোর পর তিনি জাকির হোসেন রোডে একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠে গেলে রাস্তার লোকজন তাকে তাড়া করে। ওই ছাদ থেকে পালাতে গিয়ে রশিদ মারা যায়। আজিজুল হক আরও জানান, সকাল ১০টার দিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় দুই যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।