Monday , November 25 2024
Breaking News
Home / Countrywide / শেষ রক্ষা হলো না বিএনপির আলাল-নীরবসহ ৮ জনের

শেষ রক্ষা হলো না বিএনপির আলাল-নীরবসহ ৮ জনের

রাজধানীর ধানমন্ডি থানার একটি নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ আটজনকে পৃথক দুটি ধারায় তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মো. শফিকুল ইসলাম মাসুদ, আব্দুল কাদের জুয়েল, শহিদুল ইসলাম, হারুন উর রশিদ, ওবাদুল হক নাসির ও শহিদুল ইসলাম হীরা।

আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তাওহিদ এ তথ্য জানান।

দণ্ডবিধির ১৪৭ ধারায় প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত ৪৩৫ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রায়ে বলা হয়েছে, প্রত্যেক আসামির বিরুদ্ধে দেওয়া সাজা একসঙ্গে চলবে। এ ক্ষেত্রে আসামিদের দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

জানা গেছে, ২০১৩ সালের ১ ডিসেম্বর ধানমন্ডি থানার সাতমসজিদ রোডে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় আসামিরা। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ডিপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আদালতে প্রতিবেদন দাখিল করেন।  মামলাটির বিচার চলাকালীন সময়ে ১৭ জন সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্য নেন আদালত।

About Nasimul Islam

Check Also

লিপি ওসমানকে নিয়ে সিটি সেন্টারে শামীম ওসমান

দুবাইয়ের আজমান শহরের সিটি সেন্টার শপিং মলে আবারও দেখা মিললো নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *