যশোরের ‘বহুল আলোচিত’ পৌর কাউন্সিলর হত্যাসহ একাধিক মামলার আসামি জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে মদসহ আটক করেছে পুলিশ। বুধবার রাতে যশোরের পালবাড়ি কাঁচাবাজার এলাকায় তার কার্যালয় থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
টাক মিলনসহ আটক তিনজন হলেন- নগরীর টালিখোলা এলাকার আকবর আলীর ছেলে দস্তগীর, কদমতলা এলাকার আবদুর রহিমের ছেলে শফিকুল ইসলাম ও টালিখোলা এলাকার আবদুল গাফফারের ছেলে মারুফুজ্জামান।
যশোর কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন্স) পলাশ বিশ্বাস তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, জাহিদ হাসান মিলন ওরফে টাক মিলনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে নগরীর পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।
অভিযোগ, টাক মিলন এই খুনের মূল পরিকল্পনাকারী। ১৬৪ ধারায় ওই মামলায় গ্রেপ্তার হওয়া আসামির জবানবন্দিতে তক মিলনের নাম উঠে আসে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।