বাংলাদেশে এখন সব দিক দিয়ে সংকট দেখা দিতে শুরু করেছে। আর এই সংকটের মধ্যে সব থেকে বড় সংকট হচ্ছে দেশের জ্বালানি সংকট। দেশের জ্বালানী তেলের দাম বহুগুনে বাড়িয়ে দেয়া হলেও যেন কাটছে না ধোয়াসা।
এ দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ বলেন, দেশে ৩০ দিনের ডিজেল মজুদ রয়েছে। এছাড়া অকটেন ও পেট্রোল ১৮ দিনের জন্য সংরক্ষণ করা হয়।
বুধবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে বিপিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিপিসি চেয়ারম্যান বলেন, আমদানি ব্যয় মেটাতে প্রায় সব ফিক্সড ডিপোজিট ভাঙতে হয়। তিনি আরও বলেন, ডিজেলের দাম বাড়ার পরও প্রতি লিটারে ৬ টাকা লোকসান গুনতে হচ্ছে।
প্রসঙ্গত, গত শুক্রবার দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ডিজেল ও কেরোসিনের দাম ধার্য করা হয়েছে ৮০ টাকা। ১১৪প্রতি লিটার।
আর অকটেন প্রতি লিটার ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার মধ্যরাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।
প্রসঙ্গত, গেল মাত্র কয়েকদিন আগেই হুট করে গভীর রাতে বাড়িয়ে দেয়া হত জ্বালানী তেলের দাম। আর সেই থেকেই সারা দেশে শুরু হয় যায় বেশ অস্থিরতা। তবে দেশের অর্থনিতী ঠিক না হওয়া পর্যন্ত এই অবস্থার উন্নতি হবে না বলে ধারনা করা হচ্ছে।