দিনাজপুর পৌরসভার মেয়র পদ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাননীয় আপিল বিভাগ দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে আদালত অবমাননার দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানার অর্থ গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল, দিনাজপুর বরাবর জমা প্রদানের জন্য আদেশ দেওয়া হয়। জরিমানা না দিলে ১ সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে সাজা দেন। পরে তাকে দিনাজপুর পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, গত ৩ আগস্ট দিনাজপুরে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে সৈয়দ মেয়র জাহাঙ্গীর আলম বক্তব্য দিতে গিয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের রায় নিয়েও অপমানজনক মন্তব্য করেছেন। মেয়রের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসায় সুপ্রিম কোর্টের চার আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।
গত ২৪ আগস্ট সমন নিয়ে হাজির হয়ে বিচারপতিকে নিয়ে অশালীন মন্তব্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে ১২ অক্টোবর মেয়রের উপস্থিতিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড ও আরও এক সপ্তাহ কারাদণ্ড। একই সঙ্গে সাত দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি টানা তৃতীয়বারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।