আবারো সারা বিশ্বের আলোচনায় দক্ষিণ এশিয়ার দেশ নেপাল।হঠাৎ শান্ত সকালে নেপাল হয়ে উঠলো অশান্ত। ৭২জন আরোহী নিয়ে বিধস্ত হয়েছে একটি বিমান। আর এ খবর এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব মিডিয়াতে।
Nepal: 72-seater passenger aircraft crashed on the runway at Pokhara International Airport
Watch latest updates, with @AishPaliwal | #ITLivestream #Nepal https://t.co/36uP5WJb5t— IndiaToday (@IndiaToday) January 15, 2023
নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েতি বিমান এয়ারলাইনসের একটি বিমান বিধস্ত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে এতে ছিল প্রায় ৭২ জন আরোহী।
ইতিমধ্যে বিমানটির উদ্ধার কাজ শুরু করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানটির প্রায় ৪০ আরোহীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। আশংকা করা হচ্ছে এই তালিকা হবে আরো বেশি দীর্ঘ।
প্রসঙ্গত, এর আগেও বেশ কিছু বছর আগে একবার বিমান বিধস্ত হয়েছিল দেশটিতে। সে সময়ে বাংলাদেশের একটি বিমান সেখানে বিধস্ত হয়।