Wednesday , December 25 2024
Breaking News
Home / Countrywide / শেষ পর্যন্ত নিষ্পত্তি, আদালত জানালো সেই জাপানি ২ শিশু কার কাছে থাকবে

শেষ পর্যন্ত নিষ্পত্তি, আদালত জানালো সেই জাপানি ২ শিশু কার কাছে থাকবে

দীর্ঘদিন আলোচনার একটি অন্যতম বিষয় জাপানী মা এবং বাংলাদেশি বাবার ভিতরে কে রাখবেন দুই মেয়েকে। মামলা চলে আসছে বহুদিন ধরেই। এ যেন বাচ্চা নিয়ে টানা হাচড়া। কয়েকদিন আগে আদালত থেকে নির্দেশ দিলেও সেটা মানেনি মেয়েদের বাবা। ১ বার আইন অবমাননার পরে আবারো শুনানি শেষে আদালত রায় দিল। তবে এইবার ২ মেয়েকে আদালতে ডেকে নির্দেশ দিয়েছে বিচারপতি।

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ টার মধ্যে যেকোনো সময় বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, সোমবার (১৩ ডিসেম্বর) সকালে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বেলা সাড়ে ১১টার মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত রবিবার (১২ ডিসেম্বর) দুই কন্যাকে দুই দিন গুলশানে তার মায়ের বাসায় থাকার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদেশ অনুযায়ী, সেই দিন রাত ১০টা থেকে মায়ের সঙ্গে থাকার কথা ছিল শিশু দুটির। কিন্তু বাবা এবং তার মায়ের পক্ষ থেকে সেই আদেশ প্রতিপালন করা সম্ভব হয়নি। অর্থাৎ মায়ের কাছে দুই শিশু কন্যাকে বুঝিয়ে দেওয়া হয়নি ওই দিন রাতে।

দেশের সর্বোচ্চ আদালতের আদেশ প্রতি পালন না করায় সোমবার (১৩ ডিসেম্বর) সকালে জাপানি মায়ের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি অবগত করা হয়। সেদিন আদালত তাৎক্ষণিক কন্যাদেরসহ বাবাকে তলব করেন আপিল বিভাগ।

দেশের সর্বোচ্চ আদালতের আইন একবার অবমাননা করেছে কন্যাদের বাবা। তবে এবারের বিষয়টা একটু ভিন্ন দুই মেয়েকে ডেকে পাঠিয়ে এবার আদালত নির্দেশ দিল। তবে এখনো পুরো কার্যকরি রায় পেতে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আদালতের উক্ত ঘোষণায় দুই কন্যা পিতা এবং মাতা দুজনেরই কাছে থাকার সুযোগ পাবে, তবে রাত্রিযাপন টা মায়ের সাথেই হবে।

About Ibrahim Hassan

Check Also

জরুরী ঘোষণা: কর্মকর্তা- কর্মচারীদের সব ছুটি বাতিল

২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে জানুয়ারির মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *