সুনেরাহ বিনতে কামাল বাংলাদেশের উদীয়মান অভিনেত্রীদের একজন। কাজ করে যাচ্ছেন বর্তমানে বেশ ব্যস্ততার সাথে। তবে সম্প্রতি বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি নিজেই। সম্প্রতি চুমু-থাপ্পড় ইস্যুতে আলোচনায় এসেছেন তিনি। বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে এসবের তোয়াক্কা না করে সুনেরা তার কাজে মনোযোগী।
গত সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘অন্তরজাল’ ছবির পোস্টার উন্মোচনে হাজির হন সুনারহ। সেখানে তিনি শেয়ার করেন চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা। আলোচিত বিষয়েও কথা বলেন তিনি।
সুনারহ বলেন, ‘অন্তরজাল’ আমার দ্বিতীয় ছবি। এটি বাংলাদেশে নির্মিত প্রথম সাইবার থ্রিলার মুভি। এখানে আমার চরিত্রের নাম প্রিয়ম, যিনি একজন রোবোটিক্সের ছাত্র। যদিও কাজটা আমার কাছে খুবই অদ্ভুত ছিল। কিন্তু অনেক মজা করে কাজটা শেষ করলাম।
তিনি আরও বলেন, আমার সঙ্গে যারা সিনেমায় কাজ করেছেন তারা সবাই আমার সিনিয়র। তারা সবাই খুব সহায়ক এবং বন্ধুত্বপূর্ণ। সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি।
প্রযোজক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অভিনেত্রী বলেন, “দীপঙ্কর দীপন দাদার সাথে এটি আমার প্রথম কাজ। আমি যতদূর দাদা সম্পর্কে জানি, তিনি অনেক পড়াশোনা করেন এবং কাজ করেন। যখন আমি স্ক্রিপ্টটি পড়ি, তখন আমার খুব ভালো লেগেছিল। এখানে কিছু জিনিস রয়েছে। যে মানুষ সত্যিই জানতে হবে।
ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে সুনারহ বলেন, প্রথম দিন খুব খারাপ লেগেছিল। কারণ আমি আসলে জানতাম না এটা ভাইরাল হয়েছে। দেখছিলাম আমার সব পোস্টে অনেকেই বাজে মন্তব্য করছে। তখন ভাবলাম, এসব কি হচ্ছে! কিন্তু সবাই কি এতই বোকা যে তারা বুঝতে পারে না যে ক্যামেরার দিকে তাকানোও শুটিংয়ের অংশ ছিল।
প্রসঙ্গত, ২০১৯ সালে বাংলাদেশের সিনেমায় প্রথম দেখা যায় সুনেরাহকে। ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে তিনি সারা ফেলে দিয়েছিলেন সারা দেশে। আর সেই থেকেই তার সিনেমায় পথ চলা শুরু। জীবনের প্রথম সিনেমা করেই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজের ঘরে তোলেন জাতীয় চলচিত্র পুরস্কার।