শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বেশ কিছু দিন ধরেই তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। আর সেখানেই একটি রোগে ভুগে শেষ নিস্সাস ত্যাগ করলেন তিনি।
এ দিকে কি রোগের কারনে মারা গেলেন তিনি এ নিয়ে চলছে নানা ধরনের জল্পনা। খোঁজ নিয়ে জানা গেছে ঐন্দ্রিলা শর্মা আক্রান্ত হয়েছিলেন ইউয়িং সারকোমা নামক ক্যা*সারে।
মাত্র ২৪ বছর বয়সেই ইউয়িং সারকোমা নামক ক্যানসারে আক্রান্ত হয়েই চলে গেলেন তিনি।
আর এই কারণেই এখন এই রোগ নিয়ে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা।
ইউয়িং সারকোমা একধরনের ক্যানসার, যা প্রাথমিক ভাবে হাড়ে সংক্রমিত হয়। অস্টিওসারকোমার পরে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক হাড়ের ক্যানসার। শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে এই ক্যানসার বেশি দেখা যায়। আমেরিকায় প্রতি মিলিয়নে একজন এই রোগে আক্রান্ত হন।
প্রসঙ্গত, এ দিকে ঐন্দ্রিলার এই মৃত্যুতে এখন শোকে বিহ্বল হয়ে গেছে গোটা কলকাতার অভিনয় জগৎ। সকলেই এখন তার এই অকাল প্রয়ানে বেশ শোক প্রকাশ করছেন।