শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে ওয়াসিম আকরাম (২৬) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চরশেরপুর হাইস্কুল মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দীর্ঘ ছয় বছর ধরে দেশসেবায় নিয়োজিত ছিলেন। ছুটিতে এসে তিনি সোমবার সকালে তার বাবার সঙ্গে ধান কাটতে যান। ধান নিয়ে বাড়ি ফেরার পথে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে চাচাতো ভাইয়েরা তাকে পেছন থেকে দা দিয়ে আঘাত করে।
আহত অবস্থায় তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহের ঘাড়ে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ওয়াসিম আকরামের পরিবার জানায়, তিনি ছয় মাস আগে বিয়ে করেন এবং সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন।
এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। হত্যার ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।