প্রধানমন্ত্রী শেখ হাসিনার( Sheikh Hasina ) উদ্যোগে সারাদেশে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি দীর্ঘদিন ধরে চালু হয়েছে। এই কর্মসূচি দ্বারা হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়ার লক্ষ্য সরকারের। তবে এ কর্মসূচি নিয়েও সমলোচনার শেষ নেই। সাম্প্রতিক সময়ে এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনায় উঠে আসেন ওয়ালিউ রহমান দোলন ( Rahman Dolan ) নামের এক আইনজীবী। বিষয়টি নিয়ে যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের ( Awami League ) শীর্ষ নেতাদের অবমাননা করে যোগাযেগ মাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে রংপুরের বদরগঞ্জ ( Badarganj )ের ওয়ালিউ রহমান দোলন ( Rahman Dolan ) নামের এক আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সোমবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে বদরগঞ্জ( Badarganj ) থানার ওসি হাবিবুর রহমান ( Habibur Rahman ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। রোববার ২৭ ফেব্রুয়ারি রাতে বদরগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন মধু বাদী হয়ে বদরগঞ্জ( Badarganj ) থানায় মামলা করেন। অভিযুক্ত আইনজীবী দোলনের বাড়ি রংপুরের বদরগঞ্জ ( Badarganj ) উপজেলার গোপালপুর( Gopalpur ) ইউনিয়নের বসন্তপুর গ্রামে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওয়ালিউ রহমান দোলন যোগাযোগ মাধ্যমে টিসিবির পণ্য নিতে মানুষের দীর্ঘলাইন নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। এতে ক্ষু’ব্ধ হয়ে মধু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তবে এ নিয়ে সমালোচনা শুরু হলে যোগাযোগ মাধ্যম থেকে পোস্টটি সরিয়ে দেন দোলন।
বিষয়টি নিয়ে অভিযুক্ত ওয়ালিউ হোসেন দোলনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত সোশ্যাল আইডি নিষ্ক্রিয় পাওয়া যায়।
ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন মধু বলেন, ওয়ালিউ রহমান দোলন যোগাযোগ মাধ্যমে অকথ্য ভাষায় পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের অপমান করেছেন। তাই তার বিরুদ্ধে মামলা করেছি।
উল্লেখ্য, দেশের হতদরিদ্রদের মুখে হাসি ফুটেছে এই কর্মসূচির মাধ্যমে। যারা তিন বেলা দু’মুঠো খেতে পেতেন না তারা স্বল্পমূল্যে এ সকল পণ্য কিনতে পেয়ে সন্তুষ্ট প্রকাশ করে থাকেন। তবে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে কটূক্তি করার জন্য আইনজীবী ওয়ালিউ রহমান দোলনকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়েছে কিনা তার কোন তথ্য পাওয়া যায়নি। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। তদন্ত সাপেক্ষে ওয়ালিউ রহমান দোলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হাবিবুর রহমান।