Wednesday , January 15 2025
Breaking News
Home / International / শেখ হাসিনাকে দেশে ফেরানোর নিয়ে সর্বোশেষ যে আপডেট দিলো ভারত

শেখ হাসিনাকে দেশে ফেরানোর নিয়ে সর্বোশেষ যে আপডেট দিলো ভারত

গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।বর্তমানে তিনি ভারতে রয়েছেন। হাসিনা গত ২৭ দিন ধরে দিল্লির হিন্দন বিমানবন্দরে অজানা জায়গায় রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকবার ডোভালের সঙ্গে দেখা করেছেন তিনি। তিনি আপাতত ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে মোদি সরকারকে অবহিত করেননি।

গত কয়েকদিন ধরে বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, আদালতের নির্দেশ এলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করা হবে। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কি না তা সম্পূর্ণ ভারতের সিদ্ধান্ত। অবশ্য, সেদেশেও আইন আছে। আমাদের দেখতে হবে সব আইন মেনেই যাতে প্রক্রিয়া সম্পন্ন হয়।’

উল্লেখ্য, ২০১৩ সালে ভারত ও বাংলাদেশ অপরাধী প্রত্যাবর্তন সংক্রান্ত চুক্তি সই করেছিল।

এদিকে হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল বলেছেন, এই বিষয়টি পুরোপুরি সম্ভাবনার ওপর দাঁড়িয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যেখানে আছেন, সেখানে তার নিরাপত্তার জন্য এনএসজি কমান্ডো এবং এয়ার ফোর্স গার্ড কমান্ডো মোতায়েন রয়েছে।

প্রশ্ন উঠেছে, ৭৭ বছর বয়সি মুজিব কন্যা কি তাহলে পাকাপাকি ভাবে এখন ভারতে থাকবেন? রিপোর্ট অনুযায়ী, আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা প্রাথমিক ভাবে শোনা গেলেও সেখানে এখন আর রাজনৈতিক আশ্রয় পাবেন না হাসিনা। অন্য কোনও দেশে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন কি না, তাও স্পষ্ট নয়।

About Nasimul Islam

Check Also

যুক্তরাষ্ট্রে ভিসা চেয়েও পাননি মোদি, জানুন নেপথ্যের কারণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ভারত কতটা উন্নতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *