Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / শুটিং সেটেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু, বড় অভিযোগ তুললেন শিজানের বোন

শুটিং সেটেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু, বড় অভিযোগ তুললেন শিজানের বোন

ভারতের মিডিয়া জগতে একের পর এক ঘটছে সব অঘটন। বিশেষ করে গেলো কয়েক বছরে অভিনেতা অভিনেত্রীদের স্বেচ্ছা মৃত্যু যেন থামছেই না। আর এই ঘটনায় নতুন সংযোজন হয়েছে আরো বেশ কয়েকটি নাম। তবে সম্প্রতি অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে বি-টাউনে। তাদের মধ্যে অভিনেতা সিজান খানের পক্ষে প্রশ্ন তার বোন ও টেলি অভিনেত্রী ফালাক ও সাফাক নাজের। মৃত্যু রসিকতা নিয়ে বড় অভিযোগ করলেন সিজানের বোন অভিনেত্রী তুনিশা।

নাজের অভিযোগ, সিজানকে শুধুমাত্র মুসলিম বলেই হয়রানি করা হচ্ছে। তুনিশার মৃত্যুর জট খুলতে শনিবার ‘সাশুরাল সিমার কা’ অভিনেত্রী ফালাক নাজকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এরপর ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন অভিনেত্রী।

তিনি লিখেছেন, “কীভাবে আমাদের নীরবতাকে দুর্বলতা হিসেবে ধরা হয়? একে সম্ভবত ঘোর কলিযুগ বলা হয়। কিছু মিডিয়া, কিছু মানুষ সিজান সম্পর্কে যা খুশি তাই বলে। আপনার কি পরিস্থিতির কথা মাথায় রেখে বলছেন? কারো দ্বারা প্রভাবিত হচ্ছে বলছেন? কিংবা শুধুমাত্র সিজানের প্রতি ধর্মীয় বিদ্বেষের জন্য বলছেন? কিছু সংবাদমাধ্যম জনপ্রিয়তার লোভে নিচে নেমে গিয়েছে। যারা পাঠক, তারাও সমান দায়ী। দয়া করে বোকা হবে না। তবে এমন কিছু মানুষকে দেখেছি যারা মিথ্যা তথ্যে বোকা হচ্ছেন না। প্রকৃত সত্য জানতে চাইছেন।”

এদিকে তুনিশা শর্মার মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পায়েল রোহাতগি। আত্মঘাতী অভিনেত্রীর পরিবারকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, “তুনিশার বয়স তখন মাত্র ২০ বছর। বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে তিনি বিষন্নতার কথা বলেছিলেন। পরিবারের তার প্রতি আরও মনোযোগ দেওয়া উচিত ছিল। টেলিদুনিয়ায় কাজ করা খুবই কঠিন। ১২ ঘণ্টা পর শুটিং সেট থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পান অভিনেতা-অভিনেত্রীরা। যারা নতুন, তাদের প্রায় ১৫ ঘন্টা সেটে থাকতে হবে। তাদের মনের স্বাভাবিক অবস্থায় থাকার কথা নয়।”

প্রসঙ্গত, গেলো কয়েকদিন আগে শুটিং সেটেই আ’ত্ম’হ’নের পথ বেঁচে নেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। আর সেই থেকেই তার এই মৃত্যু নিয়ে একের পর এক সমালোচনা চলছেই। আর সেই সাথে বেরিয়ে আসছে অনেক অজানা নাম আর ঘটনা।

About Rasel Khalifa

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *