বিপিএলে মাথায় বলের আঘাতের ঘটনার পর ঢাকায় চলে এসেছেন মোস্তাফিজুর রহমান। ২৩ ফেব্রুয়ারি তিনি নিউরো সার্জন দেখাবেন। এরপরই বোঝা যাবে বিপিএলের বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন কি না।
অনুশীলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি সতীর্থ ম্যাথিউ ফোর্ডের শটে আঘাত পান মুস্তাফিজ। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের স্থানীয় হাসপাতালে যেতে হয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানায়, বাঁ-হাতি পেসারের মাথায় পাঁচটি সেলাই পড়লেও তিনি নিরাপদে আছেন। ‘ফিট টু ফ্লাই’ সার্টিফিকেট পাওয়ার পর মুস্তাফিজকে নিয়ে যাওয়া হয় ঢাকার টিম হোটেলে।
মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার টিম ফিজিও জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে বিবৃতি পাঠিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা বলেন, ‘গতকাল (সোমবার) রাতে আমরা মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় সিটি স্ক্যান করি। এ বিষয়ে নিউরোসার্জন ও বিসিবির চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ফিট টু ফ্লাই সার্টিফিকেট পাওয়ার পর আমি মোস্তাফিজকে হাসপাতাল থেকে ঢাকার টিম হোটেলে স্থানান্তর করি। গতকালের মতো আগামী তিন দিন তার ক্ষতস্থানে ড্রেসিং করতে হবে। এরপর ২৩ ফেব্রুয়ারি আমরা নিউরো সার্জনের সঙ্গে পরামর্শ করব।