‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’ খ্যাত চাইম ব্যান্ডের কণ্ঠশিল্পী খালিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খালিদের মৃ/ত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ড গায়ক ঈশা খান।
জনপ্রিয় এই সংগীতশিল্পীর মৃ/ত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তা’-এর মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ। ‘ যার গান একসময় পাড়ার বিভিন্ন শ্রোতাদের মুখে মুখে ছিল, বিপণী বিতানসহ বিভিন্ন দোকানে বাজত। যাকে মানুষ চিনত আশির দশকে ‘চাইম’ ব্যান্ডের খালিদ হিসেবে।