কয়েক মাস আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে একটা ন্যক্কারজনক পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাচনে শিল্পী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তবে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হলেও শিল্পী সমিতি নিয়ে যে কাদা ছোড়াছুড়ি হয়, সেটার কারণে কার সভাপতিত্বের বিষয়টি কিছুটা হলেও ক্ষুন্ন হয়। তবে তিনি শিল্পী সমিতির যাবতীয় বিষয়ে বেশ সুচারুরূপে সম্পাদন করে চলেছেন।
ঈদুল আজহায় মুক্তি পাবে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দিন: দ্য ডে’
ছবিটি ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত। অ্যাকশন থ্রিলার সিনেমার সাফল্য নিয়ে আশাবাদী তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।
সিনেমা মুক্তির আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের ভূয়সী প্রশংসা করেন অনন্ত। অনন্তও তার কাছে একটি বিশেষ দাবি জানান।
সংবাদ সম্মেলনে অনন্ত বলেন, ভালো পরিবেশ পেলে এদেশে বড় বাজেটের সিনেমা নির্মাণ সম্ভব। তাই দেশের সিনেমার বাজার, এফডিসিকে আরও শান্ত ও সুন্দর করতে হবে। এখন শিল্পী সমিতির দায়িত্ব নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সে একজন ভাল মানুষ। একজন আপাদমস্তক সুপারস্টার। আশা করছি তিনি চলচ্চিত্রের সুস্থ সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবেন। সবার সাথে কাজের একটি অনুকূল পরিবেশ তৈরি করুন। তার নেতৃত্বে শিল্প সঠিক দিকনির্দেশনা পাবে। তাহলে এদেশে অনেক বিদেশি সিনেমার জন্য টাকা বিনিয়োগ করবে। আর সেই সাথে আমাদের চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাবে।’
অনন্ত জলিলের সর্বশেষ সিনেমা ‘মোস্ট ওয়েলকাম-২’ মুক্তি পায় ২০১৪ সালে। সে সময় সিনেমাটি বেশ ব্যবসাসফল ছিল। দীর্ঘ সাত বছর বিরতির পর অবশেষে ‘দিন: দ্য ডে’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।
প্রসংগত, অনন্ত জলিল বর্তমান সময়ে চলচ্চিত্র জগতে খুব বেশি ভালো না করতে পারলেও নিজের স্থান ধরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তিনি বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন। তিনি সিনেমা নির্মাণে সব সময় একটা বড় ধরনের বাজেট ধরে থাকেন তার চলচ্চিত্র নির্মাণের জন্য।