বাংলাদেশে মানুষের গনতান্ত্রিক অধিকার হরণ করতে একটি দলকে একক সমার্থন দিয়ে যাচ্ছে ভারত।অথচ তাদের পক্ষ থেকে বলা হয়েছিল তারা কোনো দেশে আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করবে না।কিন্তু ১৪ ও ১৮ সালের মতো আবারও ২৪ সালের একতরফা নির্বাচনের বৈধ্যতা দিয়েছে তারা।নিজেদের স্বার্থে একটি দলকে অবৈধ্য ভাবে ক্ষমতায় থাকতে নিরবে সমার্থন দিয়ে যাচ্ছে তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
কোন স্বাধীন রাষ্ট্র ভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছে প্রশিক্ষিত কাউকে দেশের প্রেসিডেন্ট বানাবে? নাকি বানানো উচিৎ?
বাংলাদেশ বানিয়েছে। আব্দুল হামিদ, আর শাহাবুদ্দিন চুপ্পু দুইজনেই ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW এর ট্রেনিং পাওয়া। এক দুইদিন না নয় মাসের ট্রেনিং। দুইজনেই ছিলো মুজিব বাহিনীর সদস্য। দেরাদুনের পাহাড়ে মুজিব বাহিনীর এই ট্রেনিং এর দায়িত্ব ছিলো র এর এবং র এর অফিসার জেনারেল উবান তার টিম নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন।
উল্লেখ্য এই মুজিব বাহিনী ট্রেনিং করলেও মাঠের মুক্তিযুদ্ধে কোথাও কখনো যু/দ্ধ করেনি।