বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, সরকার এই নির্বাচনের আগে ভেবেছিল, তাদের মন্ত্রী প্রকাশ্যে বলেছিল যে, বিএনপি থেকে একশ-দেড়শ’ নামি-দামি নেতা নিয়ে যাবে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করাবে। তারা কয়জনকে নিতে পেরেছে? একজনকে নিতে পেরেছে।
রোববার দুপুর পর্যন্ত ভোটের খবরের ভিত্তিতে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মঈন খান বলেন, আমি এখানে ব্যাখ্যা করতে চাই না যে তাকে (ব্যারিস্টার শাহজাহান ওমর) কি লোভ-লালসা দিয়ে নিয়ে গেছে। তাহলে সরকারের এই উদ্যোগ ব্যর্থ হয়েছে
২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ গণসমাবেশে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত ৬৯ দিনে তারা (সরকার) আমাদের ২৬ হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। তারপরও কি সরকার আমাদের আন্দোলন বন্ধ করতে পেরেছে? পারেনি তারা একটি ভুয়া নাটক মঞ্চস্থ করেছে। ২০১৪ সালেও নাটক সাজিয়েছিল বিএনপি না কি আইএস হয়ে গিয়েছে, বিএনপি নাকি তালেবান হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা ওদের একটা অপ্রচার ছিল বিদেশিদের বোঝাতে।”