Friday , December 27 2024
Breaking News
Home / Countrywide / শামীমকে গডফাদার বলায় কষ্ট পেয়েছেন তৈমুর, জানালেন প্রতিবাদ

শামীমকে গডফাদার বলায় কষ্ট পেয়েছেন তৈমুর, জানালেন প্রতিবাদ

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে ব্যাপক শোরগোল। আর এ আলোচনার অন্যতম উৎস-দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইভী, এবং অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তৈমুর আলম খন্দকার। কিন্তু আইভীর পক্ষে কাজ করার পরীবর্তে তৈমূরের পক্ষে নাকি কাজ করছেন শামীম ওমান। আর এরই আলোকে শামীম ওসমানকে ‘গডফাদার’ বলে আখ্যা দেন আইভী।

তবে শামীম ওসমানকে ‘গডফাদার’ বলার প্রতিবাদে এবার নিন্দা জানিয়েছেন হাতি প্রতীকের প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকার।

এর জবাবে আইভী বলেছেন: ‘গডফাদারের কাঁধে পা দিয়ে তৈমুর ফাঁদে পড়েছেন। তার জবাব দেবে তার দল বিএনপি।’

সোমবার সকালে নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বন্দর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের বাকযুদ্ধের জবাব দেন।

অন্যদিকে বেলা ১১টার দিকে বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার শহরের মদন এলাকায় প্রচারণা চালান। এসময় তিনি অভিযোগ করে বলেন: উন্নয়নের নামে আইভী সিন্ডিকেট করেছেন।

এছাড়া শামীম ওসমানকে গডফাদার বলায় কষ্ট পেয়েছেন তৈমুর আলম খন্দকার। বলেন: আওয়ামী লীগের দ্বন্দ্বে আমার বিজয় হবে বলে আশা করি।

আর এরই জের ধরে আইভীকে বলতে শোনা যায়, তৈমুর আলম খন্দকার বোকার স্বর্গে বাস করছেন। তবে যাই হোক আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা নিয়ে রীতিমতো বেশ এগিয়ে চলেছেন চাচা-ভাতিজা দুজনেই। এর আগে সংবাদ মাধ্যমকে তৈমূর দাবি করেন, এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ-বাসী তাকেই বেছে নেবেন।

About

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *