বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৫ ফেব্রুয়ারি রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
রোববার (১১ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় (মাগরিবের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
রোববার শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে, শবে বরাত পালিত হবে ২৫ ফেব্রুয়ারি (শাবানের ১৪ তারিখ রাতে)। শবে বরাতের পরের দিন নির্বাহী আদেশে বাংলাদেশে সরকারি ছুটি।