শান্তিপূর্ণ সমাবেশ করতে এসে এত ইট পাথর বিএনপি কোথায় পেল বলে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে প্রতিনিধি সম্মেলনে যোগদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, সাংবাদিক, পুলিশ ও হাসপাতালে হামলাকারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না।
এ ঘটনায় দেশের তথাকথিত সুশীল ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো নীরব কেন? ইসরাইলিদের মতোই হাসপাতালে হামলা করেছে বিএনপি জামায়াত।
তিনি বলেন, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ধাওয়া কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। অনেক গণমাধ্যম বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মসূচী ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দায়িত্ব গণমাধ্যমের মালিকদের। তিনি বলেন, টেলিভিশন সাংবাদিকদের ওয়েজ বোর্ডে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।