শাকিবের আমলযোগ্য অপরাধগুলো আবার পড়ে রাখি
১. শাকিবের অভিনীত সিনেমার নায়িকারাই শাকিবের শিকার। এরমধ্যে বুবলি বলেছিলেন প্রিয়তমায় তার অভিনয়ের কথা ছিলো। অর্থাৎ শাকিব তার কাস্টিং করার ক্ষমতা ব্যবহার করে নারীদের ব্যবহার করতেন। এইটা কোন সাধারণ অপরাধ না।
২. অপুকে গোপনে বিয়ে। বিয়ে ব্যক্তিগত কিন্তু একান্তই ব্যক্তিগত না। বিয়ে সামাজিক কারবার। গোপন মানেই গোপন উদ্দেশ্য। কী সেই গোপন উদ্দেশ্য? অবিবাহিত পরিচয়ে আরও মেয়েকে ফাঁদে ফেলা যায়, স্ত্রীর কাছেই বিয়েকে অস্বীকার করা যায়। এবং সেসব শাকিব করেছেন। এটাও এদেশে বলবৎযোগ্য আইনে অপরাধ।
৩. স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে বারবার গর্ভপাতে বাধ্য করা। যা তিনি অপুর সাথে করেছেন।
৪. পরের শিকার বুবলি। অপুর সাথে শাকিব যা যা করেছেন তার সবই করেছেন বুবলির সাথেও
বুবলিকে সামাজিক দোষারোপের অনেক সুযোগ আছে, “ঘর ভেঙ্গে দেয়া নারী”, “অন্যের স্বামী কেড়ে নেওয়া নারী” “বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে যাওয়া নারী” ইত্যাদি। এগুলো আইনি অপরাধ না। বরং আইনের চোখে বুবলিও শাকিবের শিকার৷
বুবলিকে কেবল অসাবধান হওয়ার দোষ দেওয়া যায়৷ জেনেশুনে এরকম সম্পর্কে যাওয়ার দোষ দেওয়া যায়। এতগুলো রেড ফ্ল্যাগ দেখেও কেন তিনি পিছু হটলেন না এসব কথা বলা যায়।
মূল অপরাধী শাকিব এবং তার ধ্বংস অনিবার্য
Home / opinion / শাকিব তার কাস্টিংয়ের ক্ষমতা ব্যবহার করে নারীদের ব্যবহার করতেন, তার ধ্বংস অনিবার্য : সাজিয়া
Check Also
আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন
আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …