সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কারণে সমালোচনার মুখে পড়েন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা কথা হয়। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়। এবার ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে মন্তব্য করলেন তিনি।
সম্প্রতি একটি সেলিব্রেটি শোতে উপস্থিত হয়ে জায়েদ খান বলেন, জায়েদ ও শাকিবের মধ্যে দু’টি গুনের পার্থক্য রয়েছে- আমি খুব শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন। তবে শাকিব খান আমার চেয়ে অনেক ভালো অভিনেতা। যা আমার মাঝে নেই।
অভিনেত্রী শবনম বুবলীর পক্ষেও মন্তব্য করেছেন জায়েদ খান। বুবলীকে নিয়ে এক প্রশ্নের জবাবে এই নায়ক বলেন, ‘বুবলী সাথে তেমন পরিচয় নেই আমার। তাই তার সম্পর্কে ধারনা কম। তবে তিনি প্রায়ই দাবি করেন যে তাকে নিয়ে ষ/ড়যন্ত্র চলছে। আমি সত্যিই জানতে চাই, বুবলীকে নিয়ে এত ষ/ড়যন্ত্র কেন? কথা হচ্ছে, বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকার।
তিনি আরও বলেন, ‘সমালোচক না থাকলে কি এত জনপ্রিয়তা পেতাম? পেতাম না কখনোই। ভালো কথা কেউ শোনে না এবং দেখে না। ভালো কথা কখনো ভাইরাল হয় না। নেতিবাচক প্রচার ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার জন্য ভালো। খারাপ লাগে না। কখনো মন খারাপ করো না।’