Friday , January 10 2025
Breaking News
Home / Entertainment / শাকিব খানকে নিয়ে মুখ খুললেন ক্রিকেটার নাসিরের প্রেমিকা, জানালেন মিডিয়ার একজনের সঙ্গে নিজের প্রেমের কথা

শাকিব খানকে নিয়ে মুখ খুললেন ক্রিকেটার নাসিরের প্রেমিকা, জানালেন মিডিয়ার একজনের সঙ্গে নিজের প্রেমের কথা

দাম্পত্য কলহের জের ধরে গত বছর কয়েক আগেই চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি অনেকটা লুকিয়েই আরেক অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে বিয়ে ও দ্বিতীয় সন্তানের বিষয়টি প্রকাশে আসতেই রীতিমতো সারা-দেশজুড়েই শুরু হয়েছে ব্যাপক শোরগোল। আর এ নিয়ে রীতিমতো মুখ খুলেছেন অনেকেই। আর সেই তালিকায় এবার নাম লেখালেন অভিনয়শিল্পী শাহ হুমায়রা সুবাহ।

তিনি শাকিব খানকে বাংলাদেশের সম্পদ মনে করেন। শুধু তাই নয়, অভিনেত্রীরা চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শাকিবের কাছে আসেন এবং তার সঙ্গে অভিনয় করে সেই সব অভিনেত্রীরা প্রতিষ্ঠিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত এই মুখ। ২১ তারিখ মুক্তি পেতে যাচ্ছে শুভর ‘বসন্ত বিকল’ নামের ছবিটি।

এ উপলক্ষে বেশ জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন তিনি।
সম্প্রতি শাকিব-খান বুবলী ইস্যুতে দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রি সক্রিয় হয়ে উঠেছে- এ নিয়ে কথা বলেছেন সুবাহ। তিনি বলেন, ‘আমি মনে করি এটা ব্যক্তিগত ব্যাপার। এটি বেডরুমের মধ্যে সীমাবদ্ধ করা উচিত। কিন্তু আমি এটাও মনে করি যে এক হাতে কখনো তালি বাজে না। ‘

শাকিব খানকে দেশের সম্পদ উল্লেখ করে সুবাহ বলেন, ‘আমি মনে করি শাকিব খান আমাদের দেশের সম্পদ। তিনি একজন সুপারস্টার। যাঁরা তাঁর কাছে যাচ্ছেন, তাঁরা জেনে-শুনে যাচ্ছেন, নিজের ইচ্ছায় যাচ্ছেন। শাকিব খান যে জোর করে তাদের নিয়ে যাচ্ছেন তা নয়। যারা বিয়ে করছেন বা সন্তান হচ্ছেন তাদের অস্বীকার বা প্রতারণা করছেন না শাকিব খান। তাদেরকে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে; সুপারস্টার হয়ে জীবন কাটান। ‘

এই নবাগত সাকিবের সম্মিলিত আক্রমণের সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে ব্রেক আপ হতে পারে, ডিভোর্স হতে পারে। শাকিবকে সবাই আক্রমণ করছে, এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশার বিষয়। ‘

তিনি আরও বলেন, ‘শ্রোতাদের দৃষ্টিকোণ থেকে বলছি, ওই মেয়েরা বা ওই শিল্পীরা- জোর করে ধরে নিয়ে কিছু করা হচ্ছে না। তারা নিজেদের মত করে যাচ্ছে। তারা নিজেদের মত করে যাচ্ছেন এবং দর্শকরা শাকিবকে শিকারে পরিণত করছেন। আমি মনে করি উভয়েরই দোষ। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের এটি শেষ করতে হবে। ‘

শাকিবের সঙ্গে প্রেম করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সালমান খান ছাড়া মিডিয়ার কারও প্রেমে পড়িনি। ‘

শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে সেটা করবেন কি না জানতে চাইলে তিনি সরাসরি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। শাকিব খান যে ধরনের গল্পে কাজ করেন, নির্মাতা যদি মনে করেন এখানে আমার জন্য কাজ করার সুযোগ আছে, নির্মাতার চাহিদা থাকলে আমি কাজ করব। কেন না?’

সুবাহর সিনেমায় কোনো গডফাদার নেই- তিনি বলেন, ‘আমি শিল্পী, আমি শিল্পী, সিনেমায় আমার কোনো গডফাদার নেই। আমি এখানে যতদূর আসি, আমি নিজে থেকে, নিজের যোগ্যতায় আসি। আমি সবার সঙ্গে কাজ করতে চাই, সেটা শাকিব খান হোক বা সাইমন ভাইয়া হোক বা ইমান ভাইয়া হোক—এটা আমার কাছে কোনো ব্যাপার না। আমার কথা- ভালো কাজ, ভালো গল্প, ভালো পরিচালক। যেখানে সম্মান পাব, যেখানে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারব সেখানেই কাজ করব। ‘

ব্যক্তিগত জীবন নিয়ে বহুবারই সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ নিজেও। ক্রিকেটের নাসিরের সঙ্গে ও সংগীতশিল্পী ইলিয়াসের সঙ্গে বিয়ে নিয়ে নেটিজেনদের নানা ট্রলার শিকার হতে হয়েছে তাকে।

About Rasel Khalifa

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *