নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত তা স্থগিত করেছেন টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-এর উপস্থাপক খালেদ মুহিউদ্দীন। বুধবার (৬ নভেম্বর) রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরুরি বার্তা দিয়ে এই স্থগিতের ঘোষণা দেন।
সাদ্দাম হোসেনকে নিয়ে বৃহস্পতিবার রাত ৯টায় টক শো করার ঘোষণা দিয়েছিলেন খালেদ মুহিউদ্দীন। এই ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে খালেদ মুহিউদ্দীন অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত নেন।
স্থগিতের কারণ হিসেবে খালেদ জানান, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে ছাত্রলীগ এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং একাধিক আইনজীবীর পরামর্শে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাই আইনগত কারণে ছাত্রলীগের সভাপতির বক্তব্য প্রচার না করাই সঠিক মনে করছেন তিনি।
এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “এটা আমাদের ২ হাজারের অধিক শহীদ এবং অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের সঙ্গে বেঈমানি।”
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে যোগ দিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। এর আগে তিনি ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন এবং সেখানে জনপ্রিয় টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ পরিচালনা করতেন। বর্তমানে তিনি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামে নতুন টক শো উপস্থাপনা করছেন।