Saturday , December 28 2024
Breaking News
Home / opinion / ‘শরীফ থেকে শরীফা’ ইস্যুতে মুখ খুললেন আজহারী

‘শরীফ থেকে শরীফা’ ইস্যুতে মুখ খুললেন আজহারী

স্কুলের পাঠ্যবইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেছেন শিক্ষক আসিফ মাহতাব। ট্রান্সজেন্ডারের গল্প যুক্ত করে তাদের মগজ ধোলাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক তাকে চাকরিচ্যুত করে।

পরে সোশ্যাল মিডিয়ায় ‘শরীফ থেকে শরিফা’ বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেন অনেকে। এবার সেই বিষয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী। আজহারী বুধবার (২৪ জানুয়ারি) রাতে এ বিষয়ে এক্স (পূর্বের টুইটার) একটি পোস্ট করেছেন।

পোস্টে তিনি বলেন- ‘কোন শিয়াল যদি বলে— আমি নিজেকে মুরগি মনে করি, তাহলে কি শিয়ালকে মুরগির সাথে রাখা যাবে? অবশ্যই না। রাখলে মুরগি যেমনি তার অস্তিত্ব হারাবে, ঠিক তেমনি এই রূপান্তর মতবাদের কারণে নারী-পুরুষের প্রাকৃতিক বাইনারিও অস্তিত্ব হুমকিতে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোমলমতি শিশুদের ফিতরাত কলুষিত করার মানব অস্তিত্ব বিধ্বংসী এই মতবাদকে স্পষ্ট ভাষায় ‘না’ বলুন। দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সরব প্রতিবাদ করুন। পশ্চিমা এই অসভ্যতার বিস্তার রুখে দেওয়ার সময় এখনই। বিকৃত মনস্করা যেন মনে না করে, দেশের সুস্থ মস্তিষ্কের মানুষে প্রতিবাদের সামর্থ্য হারিয়েছে।’

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *