দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা ভরাডুবির কারণে দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন পরাজিত প্রার্থীরা। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে জাপা কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে বিজয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। শপথ গ্রহণের সময় সমঝোতা আসনে পরাজিত প্রার্থীরা দলের বনানী কার্যালয়ের সামনে বিক্ষোভের প্রস্তুতি শুরু করেন।
৭ জানুয়ারির দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ, আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা এবং শেষ পর্যন্ত অধিকাংশ আসনে জাপার শোচনীয় পরাজয়। এই পরাজয় মেনে নিতে পারছেন না বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
তারা বলেন, চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় লাভবান হয়েছেন। নিজেদের আসন নিশ্চিত করার পর অন্য প্রার্থীদের কথা ভাবেননি তারা। আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে বৈধতা দিতে জাপা প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়ে শীর্ষ তিন নেতা সহযোগিতা করেননি।
জাপার একজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘জাপা নেতাদের ভরাডুবির জন্য জিএম কাদের সরকারকে দায়ী করছেন। আওয়ামী লীগ কারসাজি করবে, জানা গেলে এই ডামি নির্বাচনে কেউ যেতে রাজি ছিল না। জিএম কাদের কেন কয়েকজন শীর্ষ নেতাসহ নির্বাচনে গেলেন তার ব্যাখ্যা চাওয়া হবে।