সম্প্রতি ক্রিকেট অঙ্গনে অনেককে নিয়ে পচা রাজনীতি চলচ্ছে। যার শিকার হয়েছেন অনেক অভিজ্ঞ ও ভাল খেলোয়াড়রা। ক্রিকেট বোর্ডের কিছু শীর্ষ কর্তারা ব্যক্তি স্বার্থের জন্য এমন কাণ্ড ঘটাচ্ছে। যার প্রভাব পড়েছে সমগ্র ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশ দল জিতবে এটাই দেশের মানুষের প্রত্যাশা।কিন্তু কিছু ব্যক্তি ক্রিকেট ব্যক্তিগত সম্পদ ভাবছে যার কারণে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
লোকদেখানো কোন কিছুতে নয়, প্রকৃত দেশপ্রেম থাকে মানুষের অন্তরে, হৃদয়ের গভীরে।
মাহমুদউল্লাহ রিয়াদ আজ তা আবার প্রমান করলেন। শত অপমান আর প্রতিকূলতার মধ্যেও দেশের পক্ষে বুক চিতানো লড়াই করেছেন তিনি আজ। অভিনন্দন তাকে।
দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে আজ তিনি যে সেঞ্চুরী করলেন, ভন্ড চেতনাবাজদের জন্য তা এক বিরাট চপেটাঘাত হয়ে থাকবে।