সম্প্রতি ব্যাংক ব্যবস্থায় দুর্নীতি ও টাকা পাচারের কারণে সমগ্র অর্থনৈতিক ব্যবস্থা সংকটের মুখে পড়েছে। যদিও এর পিছনে দায়ি সরকারের শীর্ষ মহলের ব্যক্তিরা কিন্তু এ বিষয়ে সরকারের তেমন কোন শক্ত পদক্ষেপ গ্রহন করতে দেখা যাচ্ছে। যার ফলে দিনে দিনে এ খাতে আরও সমস্যায় পড়ছে। এভাবে চলতে থাকলে সামনে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়া সম্ভবনা আছে বলে মন্তব্য করেছেন বিষেজ্ঞরা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাঃ আব্দুন নূর তুষার পাঠকদের জন্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
নগদ এর ব্যাংক খুলছে। এই খবর ছেপেছে বিজনেস স্ট্যান্ডার্ড।
সাথে মালিকের ভিশন। লুঙ্গি পরা লোক ঋণ পাবে। জামানত লাগবে না। এসব বলেছে। মহাজনের কাছ থেকে ত্রিশ চল্লিশ পার্সেন্টে ঋণ নিতে হবে না। এই তিনটা জিনিসই গ্রামীন ব্যাংক আর মাইক্রো ক্রেডিট দেয়া এনজিওরা করে ও বলে। ওরা তো লুঙ্গি না পরাদের ঋণই দেয় না।
ড. ইউনুস এই কথাই বলে গত চল্লিশ বছর।তাহলে আলাদা কি?
আমি লিখলাম একটা বাক্য। তাও কমেন্ট বক্সে।সুদ ছাড়া?
আর সহমত ভাইয়েরা লেজ নেড়ে ঘেউ শুরু করলো।এই প্রশ্ন করা গর্হিত অপরাধ?
“সুদ ছাড়া কি ব্যবসা হয়? আপনি এতোই মুর্খ যে বোঝেনই না সুদ ছাড়া কোনো ব্যাংক চলতে পারে না।” চিপ মেন্টালিটি বললো এক বাংরেজুল্লীগ ভাই।
তাহলে এরা নিজেরাই বলছে সুদ লাগবেই।
তাহলে কারে সুদখোর বলো সহমত ভাই বোনেরা? সবই তো এক!
আর লুঙ্গি আলাদা করে মেনশন করার কারণ কি? লুঙ্গি মানে গরীব? এই প্রশ্ন করলে তো লুঙ্গি খুলে নেমে যাবে এরা গালাগাল করতে।