কিছুদিন আগে ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে আসা এক তরুণী কিছুটা অস্বাভাবিক পোশাক পরার কারনে এক নারীসহ বেশ কয়েকজন তাকে লাঞ্চিত করে আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর প্রতিবাদ করে অনেকে। যার মধ্যে এক নারী ব্লাউজ ছাড়া শুধু শাড়ি পরে এর প্রতিবাদ জানান। এ বিষয়ে ভারতে অবস্থান করা বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন ওই নারীকে স্যালুট জানিয়েছিলেন। এবার এ সম্পর্কে রসিকতা করে একটি পোস্ট করেছেন আব্দুন নূর তুষার। তার সেই পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
তসলিমা আজ লিখেছেন লুঙ্গির নিচে অধিকাংশ পুরুষ অন্তর্বাস পরে না। এই গবেষণাটি কে করেছেন? উনি নিজে? স্যাম্পল সাইজ ও মেথড জানা দরকার।
আব্দুন নূর তুষার তার এই পোস্টার মাধ্যমে মূলত রসিকতা করেছেন। প্রকৃতপক্ষে নারীদের পোশাকে শালীনতা অবশ্যই থাকা উদিত যদিও পুরুষদের এই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বলা হয়ে থাকে। তবে অনেকে মনে করেন শরীর ঢাকলে যদি সমস্যা কম হয় তাহলে সেটা করে চলা উচিত সবার।