সম্প্রতি গত কয়েকদিন আগেই লুকিয়ে নিজের মুঠোফোনে এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন মোফাজ্জল হোসেন নামে এক যুবক। আর এরপর থেকেই ঐ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়-ভীতি দেখিয়ে শা/রী/রিক সম্পর্কে লীপ্ত হওয়ার জন্য ব্ল্যাক/মে/ইল করতে থাকেন তিনি। তবে পরবর্তীতে বাধ্য হয়ে ঐ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী ঐ নারী। আর এরই আলোকে মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) সকালে মোফাজ্জলকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পরে মা//ম/লায় গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার দেওপুর গ্রামের আব্দুল মান্নাফের ছেলে। তিনি আশুলিয়ার জিরাবোতে একটি বাসা ভাড়া নিয়ে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
হলফনামা ও ভিকটিম সূত্রে জানা গেছে, মোফাজ্জল তার প্রতিবেশী। সেই সুযোগে সে গোপনে তার গোসলের ভিডিও রেকর্ড করে তাকে অ/নৈ/তিক কাজের জন্য ব্ল্যা/কমেইল করে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার /হুম/কি দেন তিনি।
এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থাবার এসাআই ইউনুস আলী সংবাদ মাধ্যমে জানান, ভুক্তভোগীর ঐ নারীর করা মামলার আলোকে মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।