একটি বহুতল ভবনের ছাদ জলরোধী করার কাজ করছিলেন ৭ জন শ্রমিক। তারা কাজের জন্য লিফট ব্যবহার করছিলেন। কিন্তু ৪০ তলা থেকে হঠাৎ লিফটের দড়ি যায় এবং তৃতীয় তলার বেসমেন্টে আছড়ে পড়ে। লিফটের ভেতরে থাকা সাত শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানে শহরে।
রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে থানে শহরের বলকুম এলাকায় রণওয়াল কমপ্লেক্স নামে একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক অনুমান দড়ি ছিঁড়ে লিফট বেসমেন্টে পড়ে গেছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার সময় বহুতল ছাদের ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল।
মৃতরা হলেন মহেন্দ্র চৌপাল (৩২), রূপেশ কুমার দাস (২১), হারুন শেখ (৪৭), মিথিলেশ (৩৫), করিদাস (৩৮), সুনীল কুমার দাস (২১)। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
এক্স (টুইটার) তে দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, “থানে এই দুর্ঘটনা খুবই ভয়ানক।” যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা। এই দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।