প্রকৃতির উপর কারো জোর চলে না। সে আপনি যত বড়ই ক্ষমতাসীন হন না কেনো। প্রকৃতি এক এক সময় এক এক রূপে এসে তার অভূত খেলা প্রদর্শন করে যায়।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। একটু বেশি বৃষ্টি হলেই বিপাকে পড়ে ঢাকাবাসী। রাস্তায় পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন তারা। এর বাইরে নন অভিনেত্রী মাহিও। শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশে ছিল মেঘলা মেঘ। এর কিছুক্ষণ পরই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়। অভিনেত্রী মাহিয়া মাহি উত্তরার বাড়ির সামনের রাস্তায় হাঁটু পানি জমেছে। যোগাযোগ মাধ্যমে লাইভে বাড়ির সামনে আটকে থাকা বৃষ্টির পানির দিকে ইঙ্গিত করে মাহি বলেন, ‘আমাদের বাড়ির সামনে কক্সবাজার হয়ে গেছে। ইশ, আমি জলে হাঁটতে চাই।
সড়কে গাড়ি ও লোকজনের চলাচল দেখে নায়িকা বলেন, ‘আমি এটা দিয়ে (রাস্তায় জমে থাকা পানি) হাঁটতে চাই। এত জল জীবনে দেখিনি। সঙ্গে সঙ্গে তার স্বামী বললেন, ‘আমি তোমাকে চুবানি দিব। নায়িকার পাশ থেকে স্বামী রাকিব সরকারকে বলতে শোনা যায়, ‘কেউ কষ্টে, কেউ উৎসব করে’। নিজের বক্তব্য প্রসঙ্গে মাহি বলেন, না, উৎসব নয়। ছোটবেলায় স্কুল ছুটির পর যখন বৃষ্টি-জল দেখতাম, তখন ইচ্ছে করেই পানিতে পড়ে যেতাম।
উল্লেখ্য, সারা বাংলাদেশের দু/ র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা বলেছেন: সরকার ইতিমধ্যে বন্যার পূর্বাভাসে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে সহায়তা ও তহবিল সরবরাহ করেছে। এখন অবশ্য মন্ত্রীরাও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। রোববার বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় জেলাগুলো পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।