ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছিলেন তিনি। আর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের গাড়ি বহরে হামলার অভিযোগ করে ফের আলোচনায় এলেন কাদের মির্জা।
রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।
কাদের মির্জা অভিযোগ করে বলেন, সন্ধ্যায় রামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে ফেরার পথে চরকাঁকড়া চেয়ারম্যান প্রার্থী হানিফ সবুজের নেতৃত্বে তার লোকজন রাস্তার মাথায় আমার গাড়িবহরে হামলা চালায়। এলাকাবাসী এগিয়ে এসে সন্ত্রাসীদের প্রতিরোধ না করলে তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করতো। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী করতে হবে।
তবে এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী হানিফ সবুজের কাছে জানতে চাওয়া হলে তিনি সংবাদ মাধ্যমকে এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, নির্বাচনী মাঠ গরম করতে কাদের মির্জা মিথ্যা অভিযোগ তুলছেন।
এদিক এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান সংবাদিকদের জানিয়েছেন, ইতিমধ্যে এ অভিযোগ পেয়েছেন তিনি। আর এই অভিযোগের আলোকে তদন্ত চালিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।