টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী (অর্থনৈতিক সচিব) দেশের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। টিউলিপ দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত।
বাংলাদেশের এক ব্যবসায়ী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছেন। টিউলিপের খালা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল।
যুক্তরাজ্যের জমি রেজিস্ট্রি নথির তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) দ্য ফিনান্সিয়াল টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
যুক্তরাজ্যের জমি রেজিস্ট্রি নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। ২০০৪ সালে ফ্ল্যাটটি তাকে দেয়া হয়। এর আগে ২০০১ সালে সেটি ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বর্তমানে পাউন্ডের বিপরীতে টাকার দর অনুযায়ী যা প্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (প্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকা) বিক্রি হয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমস বিষয়টির সাথে পরিচিত একজন ব্যক্তির সাথে কথা বলেছে। ওই ব্যক্তি জানান, আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফের কষ্টের সময় টিউলিপের বাবা-মা তাকে আর্থিকভাবে সাহায্য করেছেন। তাই কৃতজ্ঞতাস্বরূপ তিনি টিউলিপকে তার দখলে থাকা ‘একটি সম্পদ’ দিয়েছিলেন।
আব্দুল মোতালিফ বর্তমানে সাউথ ইস্ট লন্ডনে থাকেন। ভোটার নিবন্ধন সংক্রান্ত নথি থেকে জানা যায়, ওই এলাকায় মুতালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামে আরেক ব্যক্তি থাকেন। মজিবুলের বাবা 2014 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
আবদুল মোতালিফ ফিন্যান্সিয়াল টাইমসের কাছে স্বীকার করেছেন যে তিনি কিংস ক্রসের ফ্ল্যাট কিনেছেন। কিন্তু পরে তিনি এটা নিয়ে কিছু বলতে চাননি লুকিয়ে লুকিয়ে।
টিউলিপ সিদ্দিকীর একজন মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে দাবি করেছেন, টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংযোগের খবর ‘মিথ্যা’।
এর আগে টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। তবে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।