Tuesday , December 24 2024
Breaking News
Home / Exclusive / লটারিতে পুরষ্কার পাওয়ার পর বিক্রেতাকে প্রাপ্ত অর্থের অর্ধেক দিলেন ক্রেতা

লটারিতে পুরষ্কার পাওয়ার পর বিক্রেতাকে প্রাপ্ত অর্থের অর্ধেক দিলেন ক্রেতা

লটারিতে পুরষ্কার পেলে কেউ সেই লটারির বিক্রেতার কথা স্মরন করে এমন নজির খুব কমই দেখা যায়। কিন্তু এবার তেমনই একটি ঘটনা ঘটলো যেখানে লটারী বিক্রেতাকেই পুরষ্কারের অর্ধেক টাকা দিয়ে দিলেন এক লটারী বিজয়ী। তবে লটারী কেনার সময় ঐ লটারী বিক্রেতাকে কথা দিয়েছিলেন ঐ ক্রেতা, তিনি বলেছিলেন, প্রথম পুরস্কার পেলে অর্ধেক টাকা তাকে দিবেন। কিন্তু প্রথম পুরস্কার পাননি ঐ লটারী ক্রেতা, তা সত্বেও পুরষ্কারের প্রাপ্ত অর্থের অর্ধেক পরিমান ঐ লটারী বিক্রেতাকে দেওয়ার মাধ্যমে তিনি তার দেওয়া কথা রক্ষা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে।

গেল সপ্তাহে মারিয়ন ফরেস্ট নামের ওই বৃদ্ধা স্থানীয় একটি লটারির দোকান থেকে টিকিট কিনেছিলেন।

লটারিতে প্রথম পুরস্কারের অর্থমূল্য ছিল পাঁচ লাখ মার্কিন ডলার (প্রায় পৌনে চার কোটি টাকা)। টিকিট কাটার পর মারিয়ন বিক্রেতাকে বলেছিলেন, যদি আমি এই টাকা জিতি, তা হলে তোমাকে অর্ধেক দেব।

দোকানে হাজারো গ্রাহক আসছেন, যাচ্ছেন। ফলে ওই বৃদ্ধার কথা ভুলেও গিয়েছিলেন বিক্রেতা। কিন্তু হঠাৎই একদিন ওই দোকানে ফিরে এলেন মারিয়ন। হাতে একটা খাম এবং দুটি বেলুন। নিজের পরিচয়ও দিলেন। এর পরের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না টিকিট বিক্রেতা।

সাদা খামটি তার দিকে বাড়িয়ে দিয়ে বৃদ্ধা বললেন, এটি তোমার। বলেছিলাম লটারি জিতলে তার অর্ধেক টাকা তোমাকে দেব। এটিই তোমার পুরস্কার।

ঘটনাচক্রে মারিয়ন কিন্তু প্রথম পুরস্কার পাননি। তিনি মাত্র ৩০০ ডলার (প্রায় ২৩ হাজার টাকা) জিতেছিলেন। অর্থমূল্য যাই হোক না কেন, প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেননি মারিয়ন। কথা রেখেছেন।

ঐ বৃদ্ধার প্রতিশ্রুতি রক্ষার ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সেটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। ঐ বৃদ্ধার উদার মানসিকতা এবং দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য তিনি নেট দুনিয়ায় প্রশংসায় ভাসতে থাকেন। তিনি এইভাবে তার দেওয়া কথা রাখবেন এমনটি কেউ চিন্তাও করেননি। ঐ বৃদ্ধা লটারী জয়ের পর তিনি নিজেই ঐ দোকানে এসে সুখবর জানিয়েছিলেন ঐ ক্রেতাকে এবং পরবর্তীতে তাকে অর্ধেক পরিমান অর্থও দেন।

About

Check Also

দুপক্ষের সংঘর্ষে নিহত ১: পুরুষ শূন্য গ্রাম, আতঙ্কে পালিয়েছেন নারীরাও

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সোমবার দুপুরে হিরু মাতুব্বর নামে একজন নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *