লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ রোজা না রাখা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। লাঠি হাতে নিয়ে কয়েকটি খাবার হোটেলে ঢুকে কিছু বৃদ্ধ ও যুবককে ধরে এনে রাস্তায় অপমান করেন। একপর্যায়ে তাদের কান ধরিয়ে উঠবস করান।
বুধবার (১২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আব্দুল আজিজ এক বৃদ্ধকে উদ্দেশ করে রাগান্বিত কণ্ঠে বলছেন, “বেয়াদব! মুখে দাঁড়ি, চুল পেকে গেছে, তবু রোজা রাখো না! তুমি কি মুসলমান না?” বৃদ্ধ অসুস্থতার কথা বললেও, আজিজ তাকে থামিয়ে দিয়ে বলেন, “বমি হলে রোজা ভাঙে না! কানে ধরো, উঠবস করো! কাল থেকে রোজা রাখবে!”
এ বিষয়ে আব্দুল আজিজ জানান, রমজানের পবিত্রতা রক্ষা করতেই তারা এ অভিযান চালিয়েছেন। তিনি বলেন, “কিছু মানুষ রোজা না রেখে দোকানে বসে খাচ্ছে, যা ইসলামের নিয়মের পরিপন্থী। তাই সতর্ক করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।”
এদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা জানান, “ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই। তবে কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”