বাংলাদেশের স্বাধীনতা যু/দ্ধের সময় বাংলাদেশের মানুষ যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেটির বর্ণনা দেবার মতো আমার ভাষা জানা নেই। কি ভয়ংকর দিনগুলো কাটিয়ে তারা। অথচ বর্তমানে একটি শ্রেণীর মানুষ তার সুবিধা নিয়ে যাচ্ছে কিন্তু তার সম্পর্কে কোনো ধারনাই নেই। প্রকৃত যারা ভুক্তভোগী তারই আজ অবহেলিত কিন্তু ক্ষমতায় থাকার কারনে কিছু মানুষ তারা সম্পর্ণ সুবিধা নিচ্ছে বলে জানান পিনাকী ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য সেটি হুবাহু তুলে ধরা হলো।
শেখ হাসিনা যে বললো, রোহিঙ্গাদের কষ্ট দেখে শেখ রেহানার একাত্তরের রিফিউজিদের কষ্টের কথা মনে পড়লো! রেহানা কি একাত্তরের রিফিউজিদের দেখছে? সে থাকতো ধানমণ্ডিতে পাকিস্তানি বাহিনীর পাহারায়। ধানমন্ডি ৩২ নাম্বারে পাকিস্তানি সরকারের ভাতা খেয়ে কি রেহানা স্বপ্ন দেখতো সল্টলেকের রিফিউজি ক্যাম্পের? গাঞ্জার নৌকা কি পাহাড়তলী যায়?
হাসিনা মুখ খুললেই মিছা কথা বাইর হয়। এই মহিলার কি আর কোন যোগ্যতা নাই মিছা কথা বলা ছাড়া?
প্রসঙ্গত, স্বাধীনতা যু/দ্ধে দেশের মানুষ যে কষ্টের দিন পার করেছে সেটা একমাত্র তারাই অনুভব করে যারা এটির স্বীকার হয়েছে আর যারা প্রকৃত দেখেছেন মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, তবে কিছু তারা সুবিধা টা এখন পাচ্ছে যাদের প্রকৃত পাওয়ার কথা ছিল তারাই আজ বঞ্চিত।